লোকাল ট্রেনের কামরায় যাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে সাড়া দিয়ে অফিস টাইমে ১০০ শতাংশ লোকাল ট্রেন চালাতে সহমত হয়েছে রেলও। আজ থেকেই বেড়েছে লোকালের সংখ্যা। তবে, ট্রেন বাড়িয়ে কি করোনা সংক্রমণে রাশ টানা যাবে? যদিও এমনই হাজারো প্রশ্নের মাঝেই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আশার আলো স্বাস্থ্যভবনের বুলেটিনে।
শুক্রবার রাজ্যে ডিসচার্জ রেট বা হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়ার হার পৌঁছল ৯০.৮০ শতাংশে। এ দিন স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যে নতুন করোনা-আক্রান্তর সংখ্যাও ফের কমেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৮৩৫ জন নতুন করোনা-আক্রান্তর খোঁজ মিলেছে, মৃত্যু হয়েছে ৫১ জনের। স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যের বর্তমান অ্যাক্টিভ করোনা-রোগীর সংখ্যা ৩১৫০১।
সার্বিক ভাবে রাজ্যের অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমলেও রাজ্যের দুই জেলা, কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা বৃদ্ধি অব্যাহত। ওই দু’টি জেলায় গত ২৪ ঘণ্টায় যথাক্রমে ৮৩৯ এবং ৮৬০ জন করোনা-আক্রান্তর খোঁজ মিলেছে। ফলে, কলকাতার মোট করোনা-আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ৪৭৫। মোট আক্রান্তের সংখ্যায় অবশ্য বেশি পিছিয়ে নেই কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলাও। সেখানে বৃহস্পতিবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ২৪৪ জন।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৪৬৮ জন। সব মিলিয়ে রাজ্যে করোনামুক্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ৮৫ হাজার ৬১৭ জন। স্বাস্থ্যভবনের এক কর্তার আশঙ্কা, “এতদিন পর্যন্ত সংক্রমণের সংখ্যা তা-ও কিছুটা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল। কিন্তু এখন লোকাল ট্রেন চালু হয়েছে, কয়েকদিন পর পরিস্থিতি কী হবে, কে জানে!” এখনও সেই পরিস্থিতি বোঝা না গেলেও আশাতেই বুক বাধছেন চিকিৎসকরা।