গত কয়েকদিন ধরে তাপমাত্রা নিম্নগামী হওয়ার পর আজ সকালে দক্ষিণবঙ্গে তা সামান্য বাড়ল। হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছিল যে, নিম্নচাপের কারণে বাতাসে শিরশিরানি কমবে এবং দিনের পারদ চড়বে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল সন্ধ্যায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪৩ শতাংশ। আজ কলকাতার তাপমাত্রা ২০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনে প্রায় দেড় ডিগ্রি তাপমাত্রা বেড়েছে কলকাতায়। আগামী দু থেকে তিন দিনে আরও অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রাতের দিকেই মূলত বাড়বে তাপমাত্রা। ভোরের দিকে অবশ্য থাকবে হাল্কা শিরশিরানি। তবে দিনের বেলায় উধাও হবে শীতের আমেজ।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তর-পূর্ব ভারতে রাজ্যগুলি যেমন আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ঘন কুয়াশার দাপট দেখা দিতে পারে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ভোরের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। এছাড়াও উত্তরপ্রদেশেও কুয়াশার দাপট থাকবে বেশ ভালই। পূর্বাভাস, বৃহস্পতিবার নাগাদ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে ভারতে। এর ফলে বৃহস্পতি এবং শুক্রবার নাগাদ আবহাওয়ার পরিবর্তন হবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।