বিহার ভোটের চূড়ান্ত ফল আসতে হতে পারে গভীর রাত। ফল প্রকাশের দিন দুপুরে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিলেন ডেপুটি নির্বাচন কমিশনার চন্দ্রভূষণ কুমার।
করোনা আবহে প্রথম ভোট হয়েছে বিহারে। ভোট গণনার আয়োজনও অনেকটা পাল্টেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ২০১৫ সালে ৩৮টি ভোট গণনা কেন্দ্র ছিল, এ বার তা বেড়ে হয়েছে ৫৫টি। সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলছে গণনা। মঙ্গলবার দুপুরের সাংবাদিক বৈঠকে কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত কোনওরকম সমস্যা ছাড়াই ভোট গণনা এগোচ্ছে।
এ বারে বিহারে ভোট দিয়েছেন ৪ কোটি ১০ লক্ষ মানুষ। যখন সাংবাদিক বৈঠক করা হয়, তখনও পর্যন্ত ৯২ লক্ষ ভোট গণনা করা হয়েছে। আগে এক একটি কেন্দ্রের ভোট গণনা সম্পূর্ণ করতে ২৫-২৬ রাউন্ড গণনা করতে হত। এবারে সেটি বেড়ে হয়েছে ৩৫ রাউন্ড। স্বাভাবিক কারণে অনেকটা সময় লাগবেই। তাই ভোটের চূড়ান্ত ফল আসতে রাত গড়াতে পারে বলে মনে করছে কমিশন।
এ দিন সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের সামনে প্রশ্নে উঠে আসে ইভিএম হ্যাক প্রসঙ্গও। সেখানে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নতুন করে ইভিএম-এর বিশ্বাসয়োগ্যতা নিয়ে প্রশ্ন করার কিছু নেই। এর আগে একাধিকবার ইভিএম পরীক্ষা করা হয়েছে। কেউ অভিযোগ প্রমাণ করতে পারেনি। সেই কারণে একথা জোর দিয়ে বলা যায়, ইভিএম যে কোনও হ্যাকিং প্রতিরোধ করতে পারে।