বিহারে ভোটগণনার হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরবর্তী শাসক হিসেবে নীতিশ কুমারের পাল্লাই এখনও ভারী। প্রতিবেশী রাজ্যের নির্বাচনী ফলাফলের কোনও প্রভাব কি পড়বে আগামী বছর বাংলার বিধানসভা নির্বাচনে পড়বে? এই প্রশ্নের উত্তরে রাজ্যের শাসক ও বিরোধীরা মোটের উপর একমত। না, এ রাজ্যের লড়াইয়ে বিহারের কোনও প্রভাব পড়বে না। আর এখানেই বাংলার রাজনৈতিক লড়াই কেমন হবে, তাও বুঝিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়।
বসিরহাটের সভায় তাঁর আত্মবিশ্বাসী সুর, ”একুশে মমতার বিকল্প কেউ নেই।” মঙ্গলবার বসিরহাটের স্বরূপনগর মালঙ্গপাড়া হাই স্কুলে একুশের বিধানসভা নির্বাচনী জনসভা ছিল। প্রধান অতিথি হিসেবে সেখানে বক্তব্য রাখতে গিয়ে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, ”বিহারের নির্বাচনী ফলাফলের প্রভাব বাংলায় পড়বে সীমানা এলাকায়। কিন্তু ২০২১-এ মমতার বিকল্প কেউ নেই। সবাই মিলে সংগ্রাম করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন।”
এর নেপথ্যে যুক্তি সাজিয়ে মন্ত্রীর বক্তব্য, “রাজ্যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কোন মুখ নেই। বহিরাগতদের কোনও স্থান নেই এখানে। বাংলার বিকল্প কী করে হবে? সিপিএম হাল ছেড়ে দিয়েছে, কংগ্রেস উঠে গিয়েছে। বিজেপি কিছু আছে, তবে ওদের বিকল্প মুখ্যমন্ত্রীর নাম নেই। এই বিধানসভা এলাকায় আমরা ২০১৬ সালে ২৪ হাজার ভোটে জিতেছিলাম। আগামী বছর সেটা ৭৪ হাজার ভোটে জিততে হবে।”