রাজ্যের আবেদনে সাড়া দিয়ে আগামীকাল বুধবার থেকে বাংলায় পুনরায় চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। শিয়ালদহ, হাওড়ার বিভিন্ন শাখায় লোকাল ট্রেন চলবে বলে রেলের তরফে জানানো হয়েছে। তবে এখনই চালু হচ্ছে না বর্ধমান-রামপুরহাট এবং বর্ধমান-আসানসোল লাইনে। আর এর ফলে ক্ষোভ প্রকাশ করছেন এই সব এলাকার মানুষেরা। এলাকার জনপ্রতিনিধিরাও এই লাইনগুলিতে লোকালের দাবিতে সরব হয়েছেন।
সামাজিক দূরত্ব, করোনা বিধি মেনেই ট্রেন চলবে বর্ধমান-হাওড়া মেন এবং কর্ড শাখায়। এই লাইনে আপাতত ৪৮টি লোকাল ট্রেন চালুর কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে বর্ধমান-কাটোয়া রেলপথে ৪টি লোকাল চললেও বর্ধমান-রামপুরহাট এবং বর্ধমান-আসানসোল লাইনে কোনও লোকাল ট্রেন চালুর কথা জানানো হয়নি। এতেই ক্ষোভ বেড়েছে এলাকার বাসিন্দাদের।
প্রসঙ্গত, বর্ধমান-রামপুরহাট রেল শাখায় প্রতিদিন ১০ জোড়া লোকাল ট্রেন চলত। এই রেলপথকে পূর্ব বর্ধমানের একাংশ ও বীরভূম জেলার লাইফ লাইন বলা চলে। অথচ প্রথম পর্যায়ে এই রেলপথে একটিও লোকাল ট্রেন চালু হবে না। আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার বলেন, ‘লোকাল ট্রেন চালু তো করতেই হবে। না হলে মানুষজন বড় সমস্যায় পড়বেন।’
গুসকরা-সহ গোটা এলাকার নিত্যযাত্রীদের দাবি, দ্রুত বর্ধমান-রামপুরহাট লাইনে ট্রেন চালু করা হোক। একই দাবি করেছেন, গলসির বিধায়ক অলোক মাঝি। তিনি বলেন, ‘বর্ধমান-আসানসোল একটি গুরুত্বপূর্ণ রেলপথ। এখানে কেন লোকাল ট্রেন চালু করার বিষয়ে রেল নীরব তা বোঝা যাচ্ছে না।’