বাংলা বা ভারতের অন্য রাজ্য তো বটেই, এমনকী বাংলাদেশ থেকেও মানুষজন ভেলোরে যান সুচিকিৎসার আশায়। সেখানে গেলেই নাকি সব সমস্যার সমাধান হয়। যে কোনো জটিল রোগ নিরাময় হয় ভেলোরের সিএমসি-তে। এবার সেই ভেলোরের সিএমসি-তেই একেবারে বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন রাজ্যবাসী। বিনামূল্যে চিকিৎসার একই সুবিধা পাওয়া যাবে দিল্লী এইম্সেও, যা দেশের অন্যতম বড় চিকিৎসাকেন্দ্র। রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্প ‘স্বাস্থ্যসাথী’র আওতাভুক্ত যাঁরা, তাঁরা প্রত্যেকেই এই সুবিধা পাবেন।
গতকাল রাজ্যের স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন, “সম্প্রতি ভেলোরের সিএমসি ও দিল্লী এইমস- এই দুটি বড় প্রতিষ্ঠান স্বাস্থ্যসাথী প্রকল্পে তালিকাভুক্ত হয়েছে। রাজ্যের হাজার হাজার মানুষ প্রতি বছর চিকিৎসার জন্য এই দুটি প্রতিষ্ঠানে যান। আমরা দেখেছি যে সেখানে গেলেও বিপুল পরিমাণ খরচের জন্য অনেকেই বেশিদিন চিকিৎসা করাতে পারেন না। সে সব পর্যবেক্ষণ করেই আমরা এই দুটি হাসপাতালকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। যা ইতিমধ্যে করা হয়ে গিয়েছে।”
এর পাশাপাশি তিনি জানান, রাজ্যের প্রতিটি বাসিন্দা যাঁদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, অর্থাৎ যাঁরা এই প্রকল্পের আওতায় রয়েছেন তাঁরা প্রত্যেকে দিল্লী ও ভেলোরে এই দুটি হাসপাতালে গিয়ে চিকিৎসার সুবিধা লাভ করতে পারবেন। এতদিন রাজ্যজুড়ে প্রত্যেকটি সরকারি ও বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর আওতাভুক্ত লোকজন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেতেন। এবার ভেলোরের সিএমসি ও দিল্লীর এইমসেও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন রাজ্যবাসী।