রাজ্য সফরে এসে গত বৃহস্পতিবার বাঁকুড়ায় বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরবর্তীকালে জানা যায়, যে মূর্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মালা দিয়েছিলেন সেটা নাকি একজন আদিবাসী শিকারির মূর্তি। তারপরই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হন স্বরাষ্ট্রমন্ত্রী। এবার সেই প্রসঙ্গেই গতকাল দিলীপ ঘোষ বললেন, “অমিত শাহ শ্রদ্ধা জানিয়েছেন, তাই মেনে নিতে হবে ওটা বিরসা মুন্ডারই মূর্তি।” বিজেপি সাংসদের এহেন যুক্তিতে হতবাক অনেকেই।
তৃণমূলের তরফে গতকালই আক্রমণ শানিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “বাংলার সংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি জানেন না শাহরা। তাই চমক দিতে গিয়ে ভুল করে ফেলেছেন তাঁরা।” এমনকি বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র স্বীকারও করে নেন ওটা বীরসার মূর্তি নয়। কিন্তু এসব মানতে রাজি নন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের কথায়, “স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করার পর ওটা আজ থেকে বীরসা মুণ্ডারই মূর্তি। এটা আজ থেকে মেনে নিতে হবে।”
দিলীপ আরও বলেন, “ওখানে আদিবাসীরা বলছে নাকি শিকারির মূর্তি। বনবাসীরা তো শিকারিই হন। বিরসা মুন্ডাকে ওরা শিকারি হিসাবে দেখেন না কি একজন মহাপুরুষ ও স্বাধীনতা সংগ্রামী হিসাবে দেখেন?” উল্লেখ্য, বিরসা মুন্ডা ইস্যুতে তেড়েফুঁড়ে উঠেছে। গতকালই এক তৃণমূল সাংসদ টুইটারে লেখেন, “ভারতীয় জনতা পার্টি লাগাতার বাংলার মনীষীদের অপমান করছে৷ ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে বিরসা মুণ্ডা অবধি বাংলার মহাপুরুষদের এ কেমন অনাদর, অমিত শাহজী? এছাড়াও তিনি বাংলার সংস্কৃতিকে রাজনৈতিক প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করার অভিযোগও করেছেন।”