আজ নোটবন্দীর চতুর্থ বর্ষপূর্তিতে দিনটিকে ‘আর্থিক বন্ধ্যা দিবস’ বলে অভিহিত করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি বলেছেন, “আজ থেকে ৪ বছর আগে এই দিনে নোটবন্দীর মাধ্যমে সারা দেশের অর্থনীতির ক্ষেত্রে যে বন্ধ্যাত্ব সৃষ্টি করেছে, তার থেকে আজও ভারতবর্ষের অর্থনীতি মুক্তি পায়নি।” সেইসময় যেই সাধারণ নাগরিকরা ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মারা গেছেন, তাঁদেরকে শ্রদ্ধা জানানোর কথাও বলেছেন তিনি।
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় নিয়েও কটাক্ষ করেছেন তিনি। ট্রাম্পের হয়ে একসময় আমেরিকায় গিয়ে নির্বাচনী প্রচার করে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঘটনাকে কটাক্ষ করে তৃণমূলের এই সাংসদ বলেছেন, “ইতিমধ্যেই ট্রাম্প হেরে গেছেন। এমনকি বিহারেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট হারার মুখে দাঁড়িয়ে। ফলে ওঁদের অনেক নেতারই মাথার ঠিক নেই।”
রাজ্যে আলু-পেঁয়াজের ক্রমশ মূল্যবৃদ্ধি নিয়ে আজ একটি সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলকে দায়ী করেছেন। তা যে একেবারেই ভিত্তিহীন, সেটাই এদিন বিবৃতি দিয়ে জানিয়েছে তৃণমূল। তাঁদের বক্তব্য, কেন্দ্রের ভ্রান্ত নীতির কারণেই আলু-পেঁয়াজের দাম বেড়েছে। কৃষি নীতিতে বদল ঘটিয়ে আলু, পেঁয়াজ, টমেটোকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তালিকা থেকে বাদ দিয়েছে কেন্দ্র। তাতে এ সব মজুতের সুযোগ পেয়ে গিয়েছে এক শ্রেণির ব্যবসায়ী। সে কারণেই দাম বাড়ছে।