ভোটের বিহারে যেন রামরাজত্ব চলছে সুপারি কিলারদের! তৃতীয় দফা নির্বাচনের আগেও ফের প্রার্থীকে লক্ষ্য করে চলল গুলি। ঘটনাটি ঘটেছে দ্বারভাঙ্গা জেলার ছায়াঘাট বিধানসভা কেন্দ্রের। নির্দল প্রার্থী রবীন্দ্রনাথ সিংকে গভীর রাতে গুলি করা হয়। গুরুতর জখম এই নির্দল প্রার্থীর চিকিৎসা চলছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে প্রচার শেষ করে বাড়ি ফিরছিলেন প্রার্থী। সেই সময় তাকে খুন করতে গুলি চালায় কয়েকজন। দুটি গুলি লাগে প্রার্থীর হাতে ও পায়ে। বাড়ির সামনেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন নির্দল প্রার্থী। পরে কয়েকজন তাঁকে হাসপাতালে নিয়ে যায়।
প্রসঙ্গত, প্রার্থীদের খুন ও খুনের চেষ্টা, মারধর চলছেই বিহারে। একদিন আগেই গুলি করা হয়েছে কল্যাণপুর সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের যুব ক্রান্তিকারী পার্টির প্রার্থী সুরজ কুমারকে। প্রথম দফা ভোটের আগে শিবহর জেলায় জেজিইউ প্রার্থীকে গুলি করে খুন, গুলিতে গ্রামবাসীর মৃত্যু ও হামলাকারীদের ধরে গণপ্রহারের ঘটনা ঘটেছে।
শিবহরের ঘটনায় এক হামলাকারীর মৃত্যু হয়। নির্বাচন শুরুর আগেই পাটনায় বিজেপি নেতাকে গুলি করে খুনের ঘটনা ঘটেছে। পূর্ণিয়ায় নির্দল হয়ে ভোটে লড়তে চাওয়া নেতাকে ঘরে ঢুকে গুলি করে মারে আততায়ীরা। খাগাড়িয়াতে জেডিইউ প্রার্থীকে লক্ষ্য করে গুলি করা হয়। তিনি বেঁচে যান।
বিভিন্ন আসনের আরও কিছু প্রার্থী প্রচারে বেরিয়ে ভোটারদের আক্রোষের মুখে পড়েছেন। প্রতিটা হামলার পিছনে রাজনৈতিক কারণই গুরুত্ব পাচ্ছে। তবে পুলিশ আরও সব দিক খতিয়ে দেখছে। অন্যদিকে, রবীন্দ্রনাথ সিংয়ের হামলার পরেই ছায়াঘাট কেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করেছে নির্বাচন কমিশন।