জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় রাতভর গুলির লড়াই। গুলির লড়াইয়ে ২ সন্ত্রাসবাদী নিহত হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের পাম্পোরের লালপোরা এলাকায় কর্ডন করেই তল্লাশি অভিযান নামে নিরাপত্তা বাহিনী। গোপন সূত্রে খবর পাওয়া যায় ওই এলাকায় সন্ত্রাসবাদীরা গা ঢাকা দিয়েছে।
এক পুলিশ অফিসার জানিয়েছে, তল্লাশি অভিযান চালানোর সময়ই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তাবাহিনীও। গুলি বিনিময়ের সময় দুজন নাগরিক গুরুতর আহত হন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, নভেম্বরের শুরুতেই শ্রীনগরে এনকাউন্টারে মারা যায় হিজবুল মুজাহিদিনের অপারেশন চিফ ড. সইফুল্লাহ। গোপন সূত্রে খবর পেয়ে রনগ্রেথ এলাকায় তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ-এর যৌথ বাহিনী। যৌথ বাহিনী এরপর সন্ত্রাসবাদীদের ঘিরে ফেললে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হতে থাকে।