রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামী কোন মতেই জেল থেকে ছাড়া পাচ্ছেন না। কারণ শুক্রবার বম্বে হাইকোর্টে করা তাঁর অন্তর্বর্তী মুক্তির মামলার শুনানি স্থগিত হয়ে যায়। শনিবার দুপুরে ফের সেই মামলা ওঠার কথা। আদালতের বিচারপতি ছুটিতে যাওয়ায় এই দেরি হয়েছে।
শুক্রবার অর্ণব গোস্বামীর আইনজীবীদের বক্তব্য আদালত শোনে। কিন্তু সময় না থাকায় অন্য পক্ষদের বক্তব্য শোনা হয়নি। সেটাই এদিন শোনা হবে। জানা গিয়েছে, বিচারপতি এস এস শিণ্ডে ও বিচারপতি এম এস কার্ণিকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।
শুক্রবার অর্ণব গোস্বামীর আইনজীবীরা বিচারপতিদের সামনে বারবার আবেদন করেন যাতে অর্ণবকে অন্তর্বর্তী মুক্তি দেওয়া হয়। এই মুহূর্তে রায়গড়ে জিলা পরিষদের স্কুলে রয়েছেন অর্ণব। গ্রেফতার করার পরে সেখানে সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। হাইকোর্ট থেকে অন্তর্বর্তী মুক্তি কিংবা সংশ্লিষ্ট আদালত থেকে জামিন পাওয়ার পরেই একমাত্র জেলের বাইরে বেরিয়ে আসতে পারবেন অর্ণব।