করোনা আবহের পর রেল-রাজ্য বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, শিয়ালদহ এবং হাওড়া মিলিয়ে মোট ১৮১ জোড়া লোকাল ট্রেন চালানো হবে বুধবার থেকে৷ কিন্তু তারপর যাত্রী চাপের কথা মাথায় রেখে ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিলেন রেল কর্তারা৷
জানা গিয়েছে, বুধবার থেকে সবমিলিয়ে ২৫০ জোড়ারও বেশি লোকাল ট্রেন চালানো হবে৷ রেল কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন, সকাল এবং সন্ধ্যায় ব্যস্ত সময়েই ঘন ঘন লোকাল ট্রেন চালানো হবে৷ শিয়ালদহ থেকে মোট চারশোটির বেশি এবং হাওড়া থেকে দুশোটিরও বেশি লোকাল ট্রেন চালানো হতে পারে৷ অর্থাৎ, লকডাউনের আগে সপ্তাহের কাজের দিনগুসিতে যে সংখ্যক লোকাল ট্রেন চলত, তার প্রায় পঞ্চাশ শতাংশ লোকাল ট্রেন দিয়ে পরিষেবা শুরু করা হবে৷ এর পর প্রয়োজন অনুযায়ী আরও ট্রেন বাড়ানো হবে৷
গত বৃহস্পতিবার নবান্নে রেল এবং রাজ্য সরকারের মধ্যে বৈঠকে বুধবার থেকে লোকাল ট্রেন পরিষেবা শুরু করার সিদ্ধান্ত হয়েছিল৷ কিন্তু সেই বৈঠকের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিয়েছিলেন, ট্রেনে এবং স্টেশনে ভিড় কমাতে যত বেশি সম্ভব লোকাল ট্রেন চালানো হোক৷