বিজেপি দলিতদের সম্মান করে, এই বার্তা দিতে দু’দিনের বাংলা সফরে এসে উদ্বাস্তু ও আদিবাসীদের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এবার সেটাই ব্যুমেরাং হয়ে গেল গেরুয়া শিবিরের জন্য। প্রথমদিন বাঁকুড়ার চতুর্ডিহিতে বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্নভোজ করেন তিনি। সেখানে মেনুতে ছিল পোস্তর বড়া। একে তো সেই বাড়ির কোনও বাসনপত্রের তিনি খাননি। তার জন্য যে বাসনে রান্না হয়েছে সেটা ওই পরিবারের নয়। সবই নতুন কেনা। তার ওপর পোস্তর বড়া। আর এই নিয়ে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল।
বর্তমান বাজারদর অনুযায়ী, পোস্তর কেজি কমবেশি ১৬০০ টাকা। বিরোধীদের মতে, ১৬০০ টাকা কেজি দরে পোস্তর বড়া খাওয়ার সাধ্য আদিবাসীদের আছে কি? যদি ধরেও নেওয়া যায়, অমিত শাহর জন্য খাবারের ব্যবস্থা ওই পরিবারই করেছিল, তাহলে এই উপকরণ জোগাড় করতে তাদের সারা মাসের পুঁজি শেষ হয়ে গিয়েছে। আর এই টাকা যদি বিজেপি তরফ থেকে দেওয়া হয়ে থাকে, তাহলে আদিবাসী বাড়িতে খাওয়ার এই ‘নাটকের’ প্রয়োজন কী? প্রশ্ন তুলে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল শিবির।
শুধু তাই নয়, তাদের সঙ্গে সুর মিলিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বলছেন, একদিকে আদিবাসীর বাড়ি ভাত খাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আর অন্যদিকে আদিবাসীদের সাহায্যের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। জঙ্গলমহলের তৃণমূল নেতা শ্যামল সাঁতরা বলেন, ‘বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার আদিবাসীদের উন্নয়নে কোনও টাকা বরাদ্দ করছে না। কেন্দ্র আদিবাসীদের সমস্ত অনুদান বন্ধ করে দিয়েছে। করোনার আগে ১০০ দিনের কাজেও পর্যাপ্ত টাকা দেয়নি এই জঙ্গলমহলে।’