নিষিদ্ধ সংগঠন বিমান বয়কটের ডাক দেওয়ার পরে নিরাপত্তা বাড়ানো হয়েছে দিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। মঙ্গলবার বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেয় ‘শিখস ফর জাস্টিস’ নামের একটি নিষিদ্ধ সংগঠন। তারা জানায়, বৃহস্পতিবার দিল্লী থেকে লন্ডনে যাওয়ার কথা থাকা দুটি বিমান বয়কট করা হবে। তারপরেই দিল্লী পুলিশ ও সিআইএসএফ-এর বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে বিমানবন্দর চত্বরে।
পুলিশের তরফে জানানো হয়েছে, সব রকমের পরিস্থিতির জন্য তৈরি আছেন তাঁরা। কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সেইসঙ্গে এয়ার ইন্ডিয়া ও অন্যান্য বিমানের আধিকারিকদেরও খবর দিয়ে দেওয়া হয়েছে। সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
সংগঠনের টুইটের পরেই দিল্লী পুলিশের অ্যান্টি টেরর ইউনিটের তরফে দিল্লি বিমানবন্দরের পুলিশ ও সিআইএসএফ-কে সতর্ক করে দেওয়া হয়। তারপরেই দিল্লি পুলিশ ও সিআইএসএফ-এর আধিকারিকরা বৈঠক করে বিমানবন্দরের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেখানে বিমানবন্দরের ডেপুটি কমিশনার রাজীব রঞ্জন পুরো পরিস্থিতির বিষয়ে সবাইকে জানান।