কোভিড সিচুয়েশনের পর মেট্রো পরিষেবা চালু হবার পর দ্বিতীয়বার আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটল। এসপ্ল্যানেড স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। তবে মেট্রো কর্তৃপক্ষের তৎপরতায় প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে।
জানা গিয়েছে, ১২. ১২ নাগাদ দমদমগামী মেট্রো এসপ্ল্যানেড স্টেশনে ঢুকতেই তার সামনে ঝাঁপ দেন এক যুবক। বিষয়টি টের পেয়েই সঙ্গে সঙ্গে লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে শুরু হয় উদ্ধার কাজ। বেশ কিছুক্ষণের চেষ্টায় উদ্ধার করা হয় ওই যুবককে।
এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় দমদম থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা। একেই নির্দিষ্ট সংখ্যক যাত্রীদের প্রবেশের অনুমতি রয়েছে মেট্রোয়, তার উপর পরিষেবা বন্ধ থাকায় চূড়ান্ত নাজেহাল হতে হয় যাত্রীদের।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে মেট্রো পরিষেবা শুরু হওয়ার পর গত মাসে এক তরুণী বেলগাছিয়া স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দেন। মেট্রো কর্মীদের তৎপরতায় লাইন থেকে উদ্ধার করা হয় তরুণীকে।