অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা ইন্টারনাল ব্লিডিংয়ের সমস্যা বেড়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। আর সেটাই বাড়িয়েছে চরম উদ্বেগ। বেলভিউয়ের বিশেষ চিকিৎসক দলের প্রধান ডক্টর অরিন্দম করের কথায়, “পরিস্থিতি একেবারেই ভাল বলা যায় না।” তিনি রবিবার রাতের বুলেটিনে জানান, সব মিলিয়ে আশা ক্রমেই কমে আসছে।
চিকিৎসকদের যাবতীয় চেষ্টা সত্ত্বেও রবিবার তাঁর শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা যায়নি বলে রাতে বুলেটিনে জানিয়েছেন মেডিক্যাল বোর্ডের প্রধান চিকিৎসক অরিন্দম কর। গত কয়েকদিন ধরেই ফেলুদার শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ চিন্তায় রাখছিল তাঁর চিকিৎসকদের। রবিবারও তা নিয়ন্ত্রণে না আসার ফলে অশীতিপর অভিনেতার হিমোগ্লোবিন এক ধাক্কায় অনেকটা নেমে যায়। কমে যায় প্লেটলেটসও। পরিস্থিতি সামাল দিতে এ দিন ৪ ইউনিট রক্ত দিতে হয় সৌমিত্রকে।
অরিন্দম কর জানিয়েছেন, এ দিন সিটি অ্যাঞ্জিওগ্রাফিতে রক্তক্ষরণের উৎসস্থল চিহ্নিত করে সেখান থেকে রক্তক্ষরণ বন্ধের চেষ্টা করা হলেও পুরোপুরি সফল হতে পারেননি তাঁরা। সিটি অ্যাঞ্জিওতে ব্যবহৃত ডাই শরীর থেকে বের করে দিতে এ দিন ডায়ালিসিসও করা হয় সৌমিত্রকে। গত কয়েক সপ্তাহ ধরে চিকিৎসকদের ক্রমাগত চেষ্টা সত্ত্বেও তাঁর কোভিড রিলেটেড এনসেফালোপ্যাথি এবং স্নায়বিক অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় আচ্ছন্ন ভাব কাটেনি সে ভাবে। ফলে, ৮৫ বছরের অভিনেতাকে নিয়ে প্রবল দুশ্চিন্তায় রয়েছেন চিকিৎসকরা।