সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ফুড ভ্লগার গৌরব ওয়াসনের জন্য জনপ্রিয় হয়েছিলেন বাবা কা ধাবার বৃদ্ধ মালিক। কিন্তু গৌরব ওয়াসনের বিরুদ্ধেই অর্থ তছরূপের অভিযোগ তুললেন বাবা কা ধাবা খ্যাত কান্তা প্রসাদ৷ দক্ষিণ দিল্লীর মালভিয়া নগরের বাবা কা ধাবা-র মালিক ৮০ বছরের কান্তা প্রসাদ।
ওই বৃদ্ধের অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে নিজের এবং নিজের বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ই ওয়ালেটের মাধ্যমে তাঁর নামে অর্থ সংগ্রহ করেছেন গৌরব৷ কত টাকা সংগ্রহ করা হয়েছে, সে সম্পর্কেও কোনও তথ্য তাঁকে দেওয়া হয়নি৷ কান্তা প্রসাদের অভিযোগ, তাঁকে সাহায্যের জন্য অর্থ সংগ্রহের কাজ চালালেও তাঁকেই কিছু জানাননি গৌরব ওয়াসন৷ গৌরবের বিরুদ্ধে প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ করেছেন কান্তা প্রসাদ৷
প্রসঙ্গত, কয়েক দিন আগেই নিজের ইনস্টাগ্রাম এবং ইউটিউব পেজে ‘বাবা কা ধাবা’-এর একটি ভিডিও পোস্ট করেছিলেন গৌরব ওয়াসন৷ সেখানেই কান্তা প্রসাদ এবং তাঁর স্ত্রীর দুর্দশার কথা তুলে ধরেছিলেন ওয়াসন৷ জানানো হয়েছিল, প্রতিদিন নিজেদের ছোট্ট দোকানে খাবার তৈরি করেও লকডাউনের কারণে তা বিক্রি করতে পারছেন না এই বৃদ্ধ দম্পতি৷ লকডাউনের কারণেই তাঁদের এই অবস্থা বলে কাঁদতে কাঁদতে জানিয়েছিলেন বৃদ্ধ কান্তা প্রসাদ৷ ওয়াসন প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওই বৃদ্ধ দম্পতিকে সাহায্য করার জন্য নিজের পেজের মাধ্যমে তিনি অর্থ সংগ্রহ করবেন এবং তা কান্তা প্রসাদ এবং তাঁর স্ত্রীর হাতে তুলে দেবেন৷