ফের একবার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় কটাক্ষ করলেন রাজপালকে। রবিবার হুগলিতে একটি কর্মীসভায় তথা প্রতিবাদ সভায় তিনি যান এবং বলেন ‘আমার ক্লার্ক যতটা সংবিধান জানে এ রাজ্যের রাজ্যপাল তা জানেন না’।
রাজ্যপালের দার্জিলিং ঘুরতে যাওয়া নিয়ে তিনি বলেন, ‘বিজেপি গুণ্ডাদের নিয়ে পাহাড়ে ঘুরছেন রাজ্যপাল। ছিঃ ছিঃ। আমার ক্লার্কও ওনার থেকে ভালো সংবিধান বোঝেন’।
টুইটার প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজ্যপাল যত টুইট করেন তার পালটা টুইট আমিও করি। উনি যতবার স্টেটমেন্ট দেবেন আমিও স্টেটমেন্ট দেব’।