গুজরাতের আটটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দু’দিন আগে একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করল রাজ্য কংগ্রেস। একটি ‘স্টিং অপারেশন’-এর ভিডিও প্রকাশ করেছে হাত শিবির, যেখানে দলের প্রাক্তন বিধায়ক সোমাভাই প্যাটেল দাবি করেছেন যে তিনি এবং দলের কয়েকজন প্রাক্তন বিধায়ক বিজেপির থেকে ১০ কোটি টাকা পেয়েছিলেন। প্রার্থী পদ থেকে সরে আসার জন্য এই টাকা পদ্মশিবিরের কাছ থেকে নিয়েছিলেন তাঁরা, ভিডিওতে এমনটাই বলেছেন।
যদিও এই দাবি অস্বীকার করেছে বিজেপি। প্রসঙ্গত, গুজরাতের চারটি রাজ্যসভা আসনে নির্বাচনের আগে মার্চ মাসে সোমাভাই প্যাটেল পদত্যাগ করেছিলেন। গুজরাত প্রদেশ কংগ্রেস কমিটি (জিপিসিসি) আমেদাবাদের রাজীব গান্ধী ভবনে একটি সাংবাদিক সম্মেলনে এই ৪৫ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছে। যদিও ‘এখন খবর’ ওই ভিডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি।
ভিডিওতে দেখা গিয়েছে, কংগ্রেসের প্রাক্তন নেতা এবং লিম্বডি আসনের (সুরেন্দ্রনগর জেলা) বিধায়ক সোমাভাই প্যাটেল হিসাবে অভিহিত এক ব্যক্তি হিন্দীতে অন্য এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন। যেখানে প্যাটেল দাবি করেছেন যে, মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, রাজ্য বিজেপি সভাপতি সিআর পাটিল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে সাতজন কংগ্রেস বিধায়ককে বিজেপি তাঁদের আসন থেকে পদত্যাগ করার জন্য বলে। এর বিনিময়ে প্রত্যেককে ১০ কোটি টাকা দেওয়া হয় বলে দাবি করা হয়।