এবার ভোট প্রচারের শুরু থেকেই নীতিশ কুমারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে আসছেন তিনি। নির্বাচন শুরুর পরেও বজায় রইল সেই ধারা। সোমবার আরজেডি প্রধান তেজস্বী যাদব বলেন, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আর বিহারের প্রশাসন সামলাতে পারছেন না। তাঁকে ফেয়ারওয়েল দেওয়া হবে শীঘ্রই। তেজস্বী একসময় ক্রিকেট খেলতেন। তা নিয়ে নীতিশ বিদ্রুপ করেছিলেন। সোমবার সেই বিদ্রুপেরও জবাব দেন লালু-পুত্র। তিনি বলেন, ‘নীতিশ কুমারের হলটা কী? একজন অভিজ্ঞ রাজনীতিক হয়ে তিনি এই ধরনের মন্তব্য করেন কীভাবে? ক্রিকেট বা ফিল্ম থেকে কি কেউ রাজনীতিতে আসতে পারে না? ডাক্তার বা ইঞ্জিনিয়াররাও কি রাজনীতিতে আসতে পারেন না?’
তেজস্বীর কথায়, ‘আমি ক্রিকেটের মাঠ থেকে শিখেছি স্পোর্টসম্যান স্পিরিট, নেতৃত্ব দেওয়ার গুণ আর টিম ওয়ার্ক। ক্রিকেট খেলেই আমি প্রথম মানুষের কাছে পরিচিতি পেয়েছি।’ এবার ভোট প্রচারের শুরু থেকেই কর্মসংস্থান নিয়ে নীতিশ কুমারের কড়া সমালোচনা করেছেন তেজস্বী। এদিনও তিনি বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে এবং পুলিশে অনেক পদে লোক নিয়োগ করা হয়নি। বিহারে প্রতি লক্ষ মানুষে পুলিশের সংখ্যা মাত্র ৭৭। মণিপুরেও প্রতি লক্ষ মানুষে পুলিশের সংখ্যা এর চেয়ে বেশি।’ পরে তিনি বলেন, ‘আমরা জনগণের কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের একবার সুযোগ দিন। নীতিশ কুমার ১৫ বছরে যা করতে পারেননি, আমরা তা করব।’