এ যেন একেবারে ‘বাপকা বেটা’র মতোই কাজ! এবার একদিনে সর্বাধিক জনসভা করে নতুন রেকর্ড গড়লেন চলতি বিহার ভোটে তারুণ্যের প্রতীক তেজস্বী যাদব। একইসঙ্গে ভাঙলেন বাবা লালুপ্রসাদ যাদবের এক দিনে ১৬টি জনসভা করার রেকর্ড। শনিবার তেজস্বী বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে ১৯টি সভায় উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিল ১৭টি জনসভা ও ২টি রোড শো।
শনিবারে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতার প্রথম জনসভাটি ছিল সীতামড়ীর রিগা ব্লকে। সকাল ১০টা ৫ মিনিটে শুরু হয় সেই সভা। ওই দিন তেজস্বী শেষ জনসভাটি করেছেন বৈশালী জেলার বিদুপুর ব্লকে। এর মধ্যে পূর্ব চম্পারন, পশ্চিম চম্পারন, গোপালগঞ্জ, সিওয়ান, ছাপড়া জেলার বিভিন্ন জায়গায় সভা করেছেন। ২টি রোড শো-তেও এ দিন অংশ নিয়েছিলেন তিনি।
নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ-কে ক্ষমতা থেকে সরাতে কংগ্রেস ও বিভিন্ন বাম দলের সঙ্গে জোট গড়েছে আরজেডি। সেই ‘মহাগঠবন্ধন’-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী। বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে প্রতি দিন গড়ে ১৪ থেকে ১৬টি জনসভা করছেন তেজস্বী। সেখানে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ করছেন ৩ থেকে ৪টি সভা।