১ নভেম্বর, অর্থাৎ গতকাল থেকেই দেশের ব্যাঙ্কের নিয়মে বড়সড় বদল এসেছে। এতদিন পর্যন্ত ব্যাঙ্কে গিয়ে টাকা তোলা ও জমা দেওয়ার মতো কাজে কোনও অতিরিক্ত চার্জ দিতে হত না গ্রাহকদের ৷ তবে চলতি মাস থেকেই ব্যাঙ্কের নির্দিষ্ট করে দেওয়া সীমার অতিরিক্ত ব্যাঙ্কে এসে টাকা তোলা ও জমায় আলাদা করে টাকা দিতে হবে গ্রাহকদের ৷
পয়লা নভেম্বর থেকেই এই নিয়ম চালু করল ব্যাঙ্ক অফ বরোদা। এছাড়া পিএনবি, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্কের মতো ব্যাঙ্কগুলিও এই ব্যাঙ্কে এসে টাকা তোলা ও জমার পরিষেবায় চার্জ বসানোর কথা জানালেও এখনও তা চালু করেনি৷ অদূর ভবিষ্যতে বিওবি-এর মতো এই ব্যাঙ্কগুলির গ্রাহকদেরও সর্বোচ্চ সীমার বেশি ব্যাঙ্কে এসে টাকা তুললে বা জমা দিলে গুনতে হবে চার্জ ৷
রিপোর্ট অনুযায়ী ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কে এসে সেভিংস অ্যাকাউন্ট থেকে মাসে সর্বোচ্চ তিন বার কোনও চার্জ ছাড়াই টাকা তুলতে পারবেন গ্রাহকেরা৷ কিন্তু চতুর্থবার থেকে প্রতি জমায় চার্জ হিসেবে দিতে হবে ৪০ টাকা৷ লোন অ্যাকাউন্টের ক্ষেত্রে একই নিয়মে মাসে তৃতীয়বারের পর টাকা তুলতে এলে প্রতিবার চার্জ হিসেবে দিতে হবে ১৫০ টাকা৷ একইভাবে টাকা তোলার ক্ষেত্রেও মাসে তিনবার কোনও চার্জ লাগবে না কিন্তু তিনবারের অধিক ব্যাঙ্কে এসে টাকা তুলতে গেলে প্রতিবারের জন্য দিতে হবে ১০০ টাকা করে চার্জ।