অবশেষে স্বস্তি পেলেন কমল নাথ। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জারি করা নির্বাচন কমিশনের নির্দেশে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। গত শনিবারই কমল নাথের বিরুদ্ধে একাধিক বার নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ আনে কমিশন। সেই সঙ্গে জানিয়ে দেয়, তারকা প্রচারক হিসেবে আর প্রচার করতে পারবেন না কমল নাথ। এরপর কমিশনের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কমল নাথ।
মামলাটি প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চে উঠলে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা এই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিচ্ছি।’ এর পরই নির্বাচন কমিশনকে রীতিমতো ভর্ৎসনা করে প্রধান বিচারপতির প্রশ্ন, ‘তারকা প্রচারকের তালিকা থেকে নাম সরিয়ে নেওয়ার ক্ষমতা আপনাদের কে দিয়েছে?’ নির্বাচন কমিশনকে আদালত যখন কমল নাথের পিটিশনের জবাব দিতে বলে তখন তারা জানায়, মডেল কোড অব কনডাক্ট-এর নিয়ম মেনেই কমল নাথের বিরুদ্ধে এই নির্দেশ দিয়েছে তারা। কমিশন আরও জানিয়েছে, শুধু নির্বাচন বিধি ভঙ্গই নয়, তাঁর বিরুদ্ধে জারি করা অ্যাডভাইসরিও মানেননি কমল নাথ।