ব্যাটিং ব্যর্থতার জন্যই শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই পরাজয়ে বেজায় অসন্তুষ্ট অধিনায়ক বিরাট কোহলি। টুর্নামেন্টে পরপর তিনটি ম্যাচ হেরে বিপাকে বেঙ্গালুরু। সোমবার দিল্লির বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচের আগে ভার্চুয়াল বার্তায় বিরাট বলেছেন, ‘আমরা ভেবেছিলাম ১৪০ রান এই পিচের জন্য খুব ভালো স্কোর হবে। কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। আসলে আমরা সাহসী ক্রিকেট খেলতে পারিনি। তাই আমাদের হারতে হল।
হতাশ এবিও। তিনি বলেন, ‘জস ফেলিপে আউট হওয়ার কিছুক্ষণের মধ্যে আমিও ডাগ আউটে ফিরে যাই। এর ফলে ২০-৩০ রান কম হয়েছে। যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আরও কিছু রান বোর্ডে যোগ হলে বোলারদের সুবিধা হত। তবে হায়দরাবাদ বোলারদের কৃতিত্বকে খাটো করার উপায় নেই। দারুণ লাইন ও লেংথ মেনে বল করেছে ওরা।’
তিনি আরও জানাচ্ছেন, ‘টানাতিনটি ম্যাচে হার দুভার্গ্যজনক। দলের সবাই নিজেদের সেরাটা দিয়েছে। কিন্তু আমাদের ব্যাটিং ভালো না হওয়ার ডুবতে হয়েছে। দিল্লির বিরুদ্ধে সোমবারের ম্যাচের গুরুত্ব সম্পর্কে আমরা সবাই অবগত। ভুলত্রুটি শুধরে মাঠে নামতে হবে।’