আরবের নতুন মুদ্রায় ভারতের মানচিত্রে নেই কাশ্মীর! যা দেখে অসন্তুষ্ট ভারতের বিদেশমন্ত্রক। ভারত থেকে বিচ্ছিন্ন করা হয়েছে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে। এতেই ক্ষুব্ধ নয়াদিল্লী। ইতিমধ্যেই তা জানানো হয়েছে সৌদির বিদেশমন্ত্রককে। দ্রুত উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছে ভারত।
ভারতের বিদেশমন্ত্রকের তরফে মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, “জম্মু-কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, তা সৌদি আরবকে বোঝানো হয়েছে। এই ভুল দ্রুত সংশোধন করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি সেদেশের বিদেশমন্ত্রককেও এবিষয়ে অবগত করা হয়েছে। নয়াদিল্লীতে সৌদির দূতাবাসের পাশাপাশি রিয়াধের মন্ত্রকেও গোটা ঘটনা জানানো হয়েছে”।
২১ ও ২২ নভেম্বর এবারের জি-২০ সম্মেলন হবে সৌদি আরবে। নোট ছাপানোর উপলক্ষ সেটাই। নোটের একদিকে সৌদি আরবের রাজা সলমন বিন আবদুল্লাজিজ আল সৌদ এবং ২০২০ সালের জি-২০ সম্মেলনের প্রতীক রয়েছে, অন্যদিকে রয়েছে সারা বিশ্বের মানচিত্র। সেখানেই বিকৃত ভারতীয় মানচিত্র ছাপা রয়েছে। জম্মু-কাশ্মীর এবং লাদাখকেভারতের মানচিত্র থেকে বাদ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নতুন মুদ্রায় ছাপা মানচিত্রে গিলগিট-বালচিস্তান-সহ পাকি অধিকৃত কাশ্মীরকেও পাকিস্তানের ভূখণ্ডের অংশ হিসাবে তুলে ধরা হয়নি। যা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিদেশমন্ত্রক।