আগেই মন্দার কোপে ভুগছিল ভারতীয় অর্থনীতি। এখন গোদের ওপর বিষফোঁড়ার মতো সামিল হয়েছে করোনা অতিমারি। এই সাঁড়াশি চাপের জেরে ধরাশায়ী বাজারকে ফের চাঙ্গা করতে যে আর্থিক নীতি জরুরি, তা তৈরির জন্য সবার আগে প্রয়োজন শ্রমিক এবং শ্রমের বাজার সম্পর্কে নির্ভুল তথ্য। সম্প্রতি বিশ্ব পরিসংখ্যান দিবসে এ কথা স্পষ্ট বলেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ডিরেক্টর জেনারেল গায় রাইডার। তথ্যের গুরুত্বের কথা কবুল করেছেন শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ারও। কিন্তু অর্থনীতিবিদদের একাংশের অভিযোগ, কাজের বাজার সম্পর্কে অল্প সময় অন্তর পর্যাপ্ত নিখুঁত তথ্য আজও এ দেশে মেলে না।
এক্সএলআরআই-জামশেদপুরের অর্থনীতির অধ্যাপক কে আর শ্যাম সুন্দরের মতে, পর্যাপ্ত তথ্য ঘেঁটে শ্রম নীতি তৈরির চল এ দেশে বরাবরই কম। করোনার আক্রমণে বিধ্বস্ত অর্থনীতি ও কাজের বাজার সেই ত্রুটিকেই আতসকাচের নীচে এনে ফেলেছে। বোঝা গিয়েছে যে, কাজের বাজার, বেকারত্বের হার ইত্যাদি সম্পর্কে স্বচ্ছ এবং নির্ভুল তথ্য সংগ্রহ আর তার ভিত্তিতে তৈরি পরিসংখ্যান প্রকাশের কাজ প্রত্যেক মাসে হওয়া জরুরি। নিদেন পক্ষে প্রতি ত্রৈমাসিকে।
তাঁর প্রশ্ন, ‘সিএমআইই-র মতো বেসরকারি সংস্থা যদি এ বিষয়ে দৈনিক তথ্য পর্যন্ত প্রকাশ করতে পারে, তা হলে কেন্দ্রের পক্ষে অন্তত প্রতি মাসে তা করা সম্ভব নয় কেন?’ প্রশ্ন উঠছে, অতিমারির আক্রমণের পরে দেশে কাজের বাজার কোথায় দাঁড়িয়ে, বেকারত্বের হার কেমন, নতুন চাকরি তৈরি হচ্ছে কতখানি— এই সমস্ত বিষয়ে যদি সাম্প্রতিকতম তথ্য না-থাকে, তবে কিসের ভিত্তিতে তিন-তিনটি শ্রম বিধি তৈরি করে সংসদে পাশ করাল কেন্দ্র? সরকারি অনুমতি ছাড়া ছাঁটাইয়ের রাস্তাই বা ৩০০ জন পর্যন্ত কর্মীর (ছিল ১০০) সংস্থার ক্ষেত্রে মসৃণ করা হল কোন যুক্তিতে?
ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ-কলকাতার অধ্যাপক শুভনীল চৌধুরীর কথায়, করোনার আক্রমণ চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে, কাজের বাজারের পরিসংখ্যান প্রকাশিত হওয়া উচিত প্রতি মাসে। তিনি বলেন, ‘এই যে করোনায় চাকরি হারানো মানুষের জন্য ১০০ দিনের কাজের পরিধি বাড়াতে হয়েছে কিংবা ঘোষণা করতে হয়েছে প্রধানমন্ত্রী রোজগার অভিযানের মতো প্রকল্প, তার নীল নকশা তৈরি করতে কেন্দ্রের হাতে নির্ভরযোগ্য তথ্য থাকা জরুরি।’ নাহলে কাকে কোন প্রকল্পের আওতায় আনা উচিত, কার কতখানি সুবিধা পাওয়া উচিত— এই ধরনের সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা থাকে।
পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে দেশ উত্তাল হওয়ার পরেও বাড়ি ফেরার রাস্তায় তাঁদের মৃত্যুর সংখ্যা বা লকডাউনে কাজ হারানোর নির্দিষ্ট তথ্য জানা নেই বলে সংসদের শেষ অধিবেশনে কবুল করেছিল কেন্দ্র। আবার যখন এনএসএসও-র ফাঁস হওয়া রিপোর্টে দেখা গিয়েছিল, নোটবন্দীর পরে দেশে বেকারত্বের হার পৌঁছেছে সাড়ে চার দশকের সর্বোচ্চে। প্রথমে পদ্ধতির গরমিল বলে লোকসভা ভোটের আগে তা প্রকাশ করা আটকে দেয় কেন্দ্র। পরে সেই হিসেব মানতে বাধ্য হলেও, ক্রেতা সমীক্ষার তথ্য (কনজ়িউমার সার্ভে ডেটা) আর প্রকাশই করেনি তারা। অথচ দেশে দারিদ্রের হিসেব পাওয়ার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ সূচক।