ভারতের প্রথম ‘টায়ার পার্ক’ শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গে। রাজ্যের এক মন্ত্রী জানান, ওই টায়ার পার্কে বাতিল এবং ত্রুটিযুক্ত টায়ার থেকে তৈরি শিল্পকর্ম প্রদর্শিত হবে।
ডব্লিউবিটিসির ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর কাপুর বলেন, “কোনো স্ক্র্যাপ উপাদানকে বর্জ্য হিসাবে চিহ্নিত করে দেওয়া যায় না, এটিকে পুনরায় ব্যবহার করে শিল্পকর্মের আকারে রূপান্তর করা যায়। সেই লক্ষ্যকে সামনে রেখেই পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম শীঘ্রই এই টায়ার পার্কটি চালু করছে”।
জানা গিয়েছে, এসপ্ল্যানেড এলাকায় ওই টায়ার পার্কটি গড়ে উঠছে। সেখানে একটি ছোটো ক্যাফেও থাকছে। যাতে দর্শনার্থীরা সেখানে বসে ওই সমস্ত শিল্পকর্ম চাক্ষুষ করতে পারেন।
এ ধরনের পরিকল্পনা ভারতে এর আগে দেখা যায়নি বলে দাবি করেছেন এক সরকারি আধিকারিক। তাঁর কথায়, এ ধরনের বাতিল টায়ারগুলি এত দিন বর্জ্য ফেলার জায়গায় ঠাঁই পেত, তবে এ বার তা শিল্পের পর্যায়ে উন্নীত হবে।