একেই বিশ্ব জুড়ে করোনার ত্রাস। ইউরোপের দেশ গুলোতে নতুন করে সংক্রমণের ঢেউ আছড়ে পড়ছে। আমাদের দেশে এখন উৎসবের মরশুম। সামনের দীপাবলী। বাজির রোশনাই। কিন্তু এটাই মৃত্যুফাঁদ। এমনটাই বলছে বিশেষজ্ঞরা।
করোনা শ্বাসতন্ত্রকেই আক্রমণ করে, তার ওপর বাজির ধোঁয়ায় বাতাসে দূষণের মাত্রা বাড়লে তা প্রাণঘাতী হতে পারে মানুষের জন্য। পরিস্থিতি বিবেচনা করে তাই চিকিৎসকদের যৌথমঞ্চের আর্জি কালীপুজো-দীপাবলিতে সম্পূর্ণ নিষিদ্ধ হোক বাজি-আতসবাজি-পটকা। এই পরিস্থিতিতে বায়ুদূষণ সম্পূর্ণ না আটকাতে পারলে কোভিড আক্রান্তদের মৃত্যু বাড়বে লাফিয়ে, অন্তত এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
মুখ্যমন্ত্রী-প্রশাসনকে চিঠি পাঠিয়েছেন পাঁচটি চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চ “জয়েন্ট প্লাটফর্মস অফ ডক্টরস”। পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চসহ একাধিক বিজ্ঞান সংগঠনও আবেদন জানিয়েছে। কালীপুজোর মরশুমে বাজি, পটকা পুড়লে পাশাপাশি পুড়বে করোনা আক্রান্ত ফুসফুসও!
একই আশঙ্কা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও বিভিন্ন বিজ্ঞান সংগঠনের। এ নিয়ে সরকারের কাছে যৌথ আবেদনপত্র পাঠিয়েছে পাঁচটি চিকিৎসক সংগঠনের জয়েন্ট প্লাটফর্মস অফ ডক্টরস। আবেদন জানিয়েছে বিজ্ঞান মঞ্চের-সহ একাধিক বিজ্ঞান সংগঠন। আতসবাজি নিষিদ্ধের দাবিতে সোমবার আদালতের দ্বারস্থ হবেন আইনজীবীদের একাংশ।