মহামারী কেড়ে নিয়েছে প্রিয়জনের আলিঙ্গন। প্রবল ধাক্কায় কাছের মানুষের স্পর্শ এখন দুর্লভ। বিশ্ব অসুস্থ। এমন কঠিন সময়েই এবার কবিতার ছোঁয়াচ পেতে চলেছে তিলোত্তমা কলকাতা। কবিতার ছন্দে দুঃসময় ভুলিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে কলকাতাতেই বসছে আন্তর্জাতিক কবিতা উৎসবের আসর। এই নিয়ে তৃতীয় সংস্করণ।
মহামারী কেড়ে নিয়েছে প্রিয়জনের আলিঙ্গন। প্রবল ধাক্কায় কাছের মানুষের স্পর্শ এখন দুর্লভ। বিশ্ব অসুস্থ। এমন কঠিন সময়েই এবার কবিতার ছোঁয়াচ পেতে চলেছে তিলোত্তমা কলকাতা। কবিতার ছন্দে দুঃসময় ভুলিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে কলকাতাতেই বসছে আন্তর্জাতিক কবিতা উৎসবের আসর। এই নিয়ে তৃতীয় সংস্করণ।
তবে মুখোমুখি নয়, সময়ের দাবি মেনে ভার্চুয়াল মাধ্যমেই কবিতার পংক্তি বিশ্বের ক্ষতস্থান মুছিয়ে দেওয়ার প্রয়াস চালাবে। চলবে ১-৫ অক্টোবর।