মি টু’র জন্য স্বাধীনচেতা মেয়েরাই দায়ী। এমনই মন্তব্য প্রবীণ অভিনেতা মুকেশ খান্নার৷ মহাভারতে তিনিই ভীষ্ম হয়ে নীতিকথা শুনিয়েছিলেন। তিনিই শক্তিমান হয়েছিলেন। কিন্তু মুকেশ খান্নার এমন মন্তব্যে নেটদুনিয়ায় বিতর্কের ঝড় উঠেছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুকেশ খান্নার একটি ভিডিও। যাতে মুকেশকে বলতে শোনা যাচ্ছে, নারী আর পুরুষের গঠন আলাদা। আর #MeToo’র আসল কারণ মেয়েদের বাইরে বেরিয়ে কাজ করা। ঘর সামলানো নাকি মহিলাদেরই দায়িত্ব। যখন তাঁরা বাইরে বেরিয়ে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে শুরু করে, তখনই যাবতীয় সমস্যার সৃষ্টি হয়।
মুকেশের এই বক্তব্যেই ক্ষুব্ধ নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ দিয়েছেন অনেকে। কেউ লিখেছেন অতীতের কাজের স্মৃতি নিয়ে বেঁচে থাকলে মানুষের কী অবস্থা হয়, মুকেশ খান্না তার আদর্শ উদহরণ। কেউ আবার তাঁকে অসুস্থ বলে ব্যাখ্যা করেছেন।