বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যপাল জগদীপ ধনকরকে একই বন্ধনীতে রেখে নিশানা করলেন তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি রাজ্যপালকে ‘ধনখড় পাল’ বলে কটাক্ষ করে তাঁকে রাজ্য বিজেপির সুপার সভাপতির আসন দিলেন, যাঁকে দিলীপ ঘোষের মাথার উপর বসানো হয়েছে।
জ্যোতিপ্রিয়র কথায়, রাজ্যপাল আর বলা যাবে না, বলতে হবে ধনকর পাল। তিনি আসলে বিজেপির এজেন্ট। বিজে্পি তাঁকে দিলীপ ঘোষের মাথার উপরে সুপার সভাপতি করে বসিয়েছে। তাঁর কথাবার্তা কোনওটাই রাজ্যপালের মতো নয়। তিনি বিজেপি নেতার মতো কথা বলছেন।
জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, দিলীপ ঘোষ একটা পাগল। কেন তাঁকে বিজেপি রাজ্য সভাপতি করে রেখেছে বুঝি না। তাঁর রাঁচির পাগলা গারদে স্থান হওয়ার উচিত বলে মন্তব্য করেন তৃণমূলের মন্ত্রী। তাঁর কথায়, দিলীপ ঘোষের স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে কোনওদিনও বাস্তবে রূপায়িত হবে না