চীনের সঙ্গে সংঘাতের পরই বড়সড় সিদ্ধান্ত নিয়েছিল ভারত। এ দেশে নিষিদ্ধ করে দেওয়া হয় ১১৭টি চিনা অ্যাপ। সেই তালিকায় পরবর্তীকালে ঢুকে যায় জনপ্রিয় অনলাইন গেম PUBG মোবাইল এবং PUBG মোবাইল লাইট। সরকারি নির্দেশ মেনে দুটি গেমই গুগল প্লে-স্টোর এবং অ্যাপেল স্টোর থেকে সরিয়ে ফেলা হয়। কিন্তু যাঁদের ফোনে গেমটি ইতিমধ্যেই ইনস্টল করা ছিল, তাঁরা এতদিন পর্যন্ত তা ব্যবহার করতে পারতেন। তবে এবার তাতেও ইতি ঘটল।
বৃহস্পতিবার রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করে এই খবর দেয় PUBG মোবাইল। বলা হয়, ৩০ অক্টোবর থেকে ভারতীয় ইউজাররা আর পাবজি ব্যবহার করতে পারবেন না। এমনকী পাবজি মোবাইল লাইট ভার্সানটিও আর কাজ করবে না।
জনপ্রিয় গেমটি ভারতে নিষিদ্ধ হওয়ায় মন খারাপ হয়েছিল যুবপ্রজন্মের একাংশের। তখনই শোনা গিয়েছিল, টেলিকম জায়ান্ট এয়ারটেল কিংবা রিলায়েন্স জিওর হাত ধরে ফের দেশে ফিরতে পারে গেমটি। কিন্তু বৃহস্পতিবারের ঘোষণার পর সে সম্ভাবনা শেষ হয়ে গেল।
ভারতের মানুষেত ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকছে না। এই অভিযোগেই চীনা অ্যাপগুলি দেশে নিষিদ্ধ ঘোষণা করেছিল। যদিও টিকটক থেকে শুরু করে PUBG-সহ বিভিন্ন অ্যাপ দাবি করে, তাদের অ্যাপে ইউজারের তথ্য সুরক্ষিতই থাকে। এবারও তাই PUBG মোবাইল আর কাজ না করবে ঘোষণার পরই সংস্থার তরফে সাফ করে দেওয়া হয় যে ইউজারদের ব্যক্তিগত তথ্য নিয়ে চিন্তার কোনও কারণ নেই।