প্রার্থনায় যেতে ফারুক আবদুল্লাকে ‘বাধা’ দেওয়ার অভিযোগ উঠল জম্মু-কাশ্মীর প্রশাসনের বিরুদ্ধে। শুক্রবার টুইটে এমনই বিস্ফোরক দাবি করেছে ন্যাশনাল কনফারেন্স৷ তাদের অভিযোগ, কাশ্মীর প্রশাসন আবদুল্লার বাড়ির সামনে গতিবিধি স্তব্ধ করে দেওয়া হয়েছে। তাই প্রার্থনার জন্য বাড়ি থেকে বেরতে পারেননি ফারুক আবদুল্লা৷
আজ মুসলিমদের মিলাদ-উন-নবি৷ সেই কারণে এদিন ডাল লেকের ধারে দরগা হজরতবলে প্রার্থনা করতে যাওয়ার কথা ছিল ফারুক আবদুল্লার৷ কিন্তু টুইট করে ন্যাশনাল কনফারেন্স জানিয়েছে, ‘দলের সভাপতি ফারুক আবদুল্লার বাসভবন ব্লক করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন। দরগা হজরতবলে যেতে রোখা হয়েছে তাঁকে। প্রার্থনার এই মৌলিক অধিকার লঙ্ঘনের নিন্দা জানাচ্ছে জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স। বিশেষত, এই পবিত্র পরবে।’
এই ঘটনার তীব্র নিন্দা করেছে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তাঁর অভিযোগ, এভাবেই জম্মু-কাশ্মীরের মানুষের মৌলিক অধিকার হরণ করছে মোদী সরকার। দমবন্ধ জীবন কাটাচ্ছে উপত্যকার মানুষ।