গতকালই দ্বিতীয় ডায়ালিসিস হয়েছিল তাঁর। শরীরে হিমোগ্লোবিন কম থাকায় দেওয়া হয়েছে ২ ইউনিট রক্তও। আর তার ফলে তিনি পুরোপুরি সংকটমুক্ত না হলেও কিছুটা কাটল চিন্তার মেঘ। হাসপাতালের তরফে স্বস্তির খবর, নতুন করে আর অবস্থার অবনতি হয়নি প্রবাদপ্রতীম বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। দ্বিতীয়বারের ডায়ালিসিসও সফলভাবেই সম্পন্ন হয়েছে বলে বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আজ অথবা আগামীকাল শনিবার, ফের তাঁর ডায়ালিসিস হতে পারে বলে জানা গিয়েছে।
সৌমিত্রর হিমোগ্লোবিনের মাত্রা কম, অভিনেতাকে ২ ইউনিট রক্ত দেওয়া হয়েছে। রক্তে ইউরিয়া, ক্রিয়েটিনিনের মাত্রা নিয়ন্ত্রিত। তবে স্নায়ুজাত সমস্যা এখনও রয়েছে বলে জানা যাচ্ছে। তবে বেলভিউ সূত্রে খবর, রাতে তাঁর ঘুমও ভাল হয়েছে । রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে। ৫০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তাতে শ্বাস নিতে সমস্যা হচ্ছে না তাঁর। নতুন করে সৌমিত্রবাবুর জ্বর আসেনি। রক্তপাতও হয়নি। হাসপাতালের বিছানায় রীতিমতো ফাইট করে যাচ্ছেন ‘ফেলুদা’, এমনটাই জানিয়েছেন চিকিৎসক অরিন্দম কর।