দুর্গাপুজো কেটে গিয়েছে। এবার রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। এই পুজো মানেই ফল, ফুল, সবজির বিপুল আয়োজন করতে হয় গৃহস্থকে। চাহিদা বৃদ্ধি পাওয়ায় এ সময় ফল, ফুল ও সবজির দাম বৃদ্ধি পায়। সবজি বাদ দিলে এ বার তেমন দাম বৃদ্ধি হয়নি ফুল ফলের। কিন্তু করোনা আবহের জেরে সব বাজারেই ভাটা পড়েছে কেনাকাটায় ।
দুর্গাপুজার রেশ কাটতে না কাটতেই হাজির লক্ষ্মীপুজো। রাত পেরোলেই ধনদেবীর আরাধনায় মাতবে বাংলা। বাড়িতে বাড়িতে লক্ষ্মীপুজোয় মাতবে আট থেকে আশি। কিন্তু এ বার এক ভিন্ন আবহে আসছেন ধনদেবী। করোনা আবহে মনে সুখ নেই আপামর মানুষের। তবু পুজো হবে বাড়িতে বাড়িতে। অধিকাংশ বাড়িতেই পুজো হবে একেবারে নিয়ম রক্ষার।
ফল, ফুল, সবজী থেকে শুরু করে প্রতিমা কেনাকাটায় তাই ভাটার টান। ফলে বাঁকুড়ার সবজি থেকে ফল ফুল বাজারে ক্রেতাদের আনাগোনা চলতি বছরে বেশ কম। চাহিদা কম থাকায় এ বছর ফল, ফুল ও প্রতিমার তেমন দাম বৃদ্ধি হয়নি। যদিও সবজির বাজার আগে থেকেই রয়েছে বেশ চড়া। তবে সব বাজারেই বিক্রিবাটা তেমন না থাকায় হতাশ ব্যবসায়ীরা। এখন দেখার মা লক্ষ্মীর কৃপায় ব্যবসায়ীদের লক্ষ্মীলাভ হয় কিনা।