এবার মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল। গত সেপ্টেম্বর মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। তখন থেকে নিজের বাড়িতেই গৃহবন্দী হয়েছিলেন ৯২ বছরের কেশুভাই। কিন্তু আজ হঠাৎই শ্বাসকষ্ট শুরু হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই তাঁর মৃত্যু হয়।
উল্লেখ্য, সেপ্টেম্বরে কেশুভাইয়ের এক পরিচারকের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। সেই কারণে কোভিড টেস্ট করা হয় কেশুভাইয়েরও। প্রথমে অ্যান্টিজেন টেস্টে রিপোর্ট পজিটিভ আসার পর আরটিপিসিআর পরীক্ষাতেও করোনা সংক্রমণ ধরা পড়ে বর্ষীয়ান কেশুভাইয়ের দেহে। তবে বড় কোনও শারীরিক সমস্যা না থাকায় বাড়িতে রেখেই চিকিৎসা চলছিল। এ দিন শ্বাসকষ্ট বেড়ে যায়।
বিজেপি থেকে প্রথমে ১৯৯৫ সালের ১৪ মার্চ গুজরাতের মুখ্যমন্ত্রী হন কেশুভাই। কিন্তু কয়েক মাসের মধ্যেই বিদ্রোহ ঘোষণা করেন শঙ্করসিন বাঘেলা। বিজেপি থেকে বেরিয়ে আলাদা দল গঠন করেন তিনি। ফলে সাত মাসের মাথায় সরকার পড়ে যায়। পরে ১৯৯৫ সালে ফের মুখ্যমন্ত্রী হন কেশুভাই প্যাটেল। ১৯৯৮ সালে ফের সরকার ভেঙে যায়। তবে ফের নির্বাচিত হয়ে ২০০১ সাল পর্যন্ত তিনি ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন। আজ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে দেশের রাজনৈতিক মহল।