করোনা আবহে পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নভেম্বরের বদলে ২৬ তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হবে আগামী বছরের জানুয়ারি মাসে৷ চলচ্চিত্র উৎসবে পিছিয়ে যাওয়ার খবর ট্যুইট করে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এই প্রসঙ্গে বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, ‘করোনা আবহে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্টেক হোল্ডার ও সিনেমা প্রেমীদের জানানো হচ্ছে যে চলচ্চিত্র উৎসবের দিন পিছিয়ে দেওয়া হল৷ আন্তর্জাতিক ফিল্ম জগতের মানুষেরাও এই সিদ্ধান্তকেই সমর্থন করেছেন৷ এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ২০২১ সালের ৮ জানুয়ারি৷ চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।’
গত বছরই রজত জয়ন্তী বর্ষ পার করেছে এই উৎসব। ১৯৯৫ সালে শুরু হয়েছিল পূর্ব ভারতের সবচেয়ে বৃহৎ এই ছবি উৎসব। ঋত্বিক ঘটক, সত্যজিত রায়, মৃণাল সেনের শহরে বছরের পর বছর ছবি উৎসবে শামিল হতে ছুটে আসেন দেশ-বিদেশের নামীদামী পরিচালকরা।
করোনা পরিস্থিতির জেরে দুর্গা পুজো কিছুটা বিবর্ণভাবেই কেটেছে। এই পরিস্থিতিতে চলচ্চিত্র উৎসব করলে বিদেশে ডেলিগেটরা কোনওভাবেই যোগ দিতে পারতেন না। তা ছাড়া প্রায় এক দশক ধরে ফিল্ম ফেস্টিভ্যালের সূচনায় যেভাবে শাহরুখ-অমিতাভদের মতো তারকারা নেতাজি ইন্ডোরে ভিড় জমান, সেটাও এবার সম্ভবপর হত না। তাই সব দিক ভেবে চলচ্চিত্র উৎসব পিছনোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।