আজ, বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত বিহার বিধানসভা নির্বাচন। এদিন সকাল সাতটা থেকে বিহারের ৭১টি আসনে চলছে ভোটগ্রহণ। এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করে নীতিশ কুমারকে বিঁধলেন চিরাগ পাসোয়ান। বিধানসভা ভোটর পর বিজেপির হাত ছেড়ে আরজেডির হাত ধরবেন নীতিশ। এমনই অভিযোগ তাঁর। শুধু তাই নয়। জেডিইউ সুপ্রিমোকে বিশ্বাসঘাতী, প্রতারক বলেও আক্রমণ শানিয়েছেন চিরাগ।
প্রসঙ্গত, ভোটের আগে থেকেই নীতীশের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছিল চিরাগের। রামবিলাস পাসোয়ানকে নীতিশ একাধিকবার অপমান করেছেন বলেও অভিযোগ করেছিলেন তিনি। কিন্তু তারপরও বিজেপি নীতিশকে বেশি গুরুত্ব দেওয়ার কারণেই এনডিএ জোট ছেড়ে বেরিয়ে একা বিহারের ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন চিরাগ।
জেডিইউ সুপ্রিমোকে প্রতারক, চিটিংবাজ আখ্যা দিয়ে চিরাগ দাবি করেছেন, বিধানসভা ভোটের পর নীতীশ কুমার বিজেপির হাত ছেড়ে আরজেডির সঙ্গে হাত মেলাবেন। বিজেপির সঙ্গে এক কথায় প্রতারণা করবেন নীতিশ কুমার এমনই বিস্ফোরক দাবি করেছেন তিনি। একইসঙ্গে নীতিশ মুক্ত বিহার গড়ার ডাকও দিয়েছেন রামবিলাস পুত্র। আগামী ১৫ বছর যাতে বিহার সুরক্ষিত থাকে সেই মতো বিহারবাসীকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।