‘লাদাখ সীমান্ত সমস্যা দ্বিপাক্ষিক ইস্যু। তা নিয়ে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।’ এবার লাদাখ ইস্যুতে আমেরিকাকে কড়া বার্তা দিল চীন। সফরে এসে ভারতের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও। সেই আশ্বাসকে চীন যে ভাল চোখে দেখছে না, তা স্পষ্টই বুঝিয়ে দিল তারা।
লাদাখ সীমান্তে উত্তেজনা নিয়ে বরাবরই ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। সমস্তরকম সাহায্যের আশ্বাসও দিয়েছে। ভারত সফরে এসে ফের একবার সেই কথা মনে করিয়ে দেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও। তারপরই তড়িঘড়ি বিবৃতি দিল চীনা দূতাবাস।
মঙ্গলবার চীনা দূতাবাসের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘সীমান্ত সমস্যা ভারত ও চীনের দ্বিপাক্ষিক বিষয়। উত্তেজনা প্রশমন করতে দুপক্ষই কূটনৈতিকও সেনাস্তরে আলোচনা চালাচ্ছে। মতপার্থক্য সামাল দেওয়ার মত শক্তি এবং ইচ্ছে দু’দেশেরই আছে। এ বিষয়ে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনও জায়গা নেই।’ চীনের আরও অভিযাগ, প্রতিবেশী দেশগুলিকে চীন সম্পর্কে সম্পূর্ণ ভুল বোঝাচ্ছে আমেরিকা। বিশ্বে একাধিপত্য বিস্তার করতেই মার্কিন যুক্তরাষ্ট্র চীনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়েছে।
গত সোমবার দু’দিনের ভারত সফরে এসেছেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও ও মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক টি এসপার। মঙ্গলবার ভারত সফরের দ্বিতীয় দিনে এমনটাই ঘোষণা করলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও। এদিন দিল্লিতে ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’ পরিদর্শনের পর মার্কিন বিদেশ সচিব বলেন, ‘গালওয়ান উপত্যকায় শহীদ হওয়া ভারতীয় সৈনিকদের প্রতি আমি সম্মান জানাচ্ছি। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংঘর্ষে ভারতের পাশে আছে আমেরিকা।’