এই মুহুর্তে বিশ্বের সব চেয়ে উত্তেজনাময়, হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতিযোগিতাগুলোর মধ্যে হয়তো আইপিএল এগিয়ে থাকবে। এই অবস্থায় আজ বিরাটদের মুখোমুখি হচ্ছে মুম্বই।
আরসিবি আজ অধিনায়ক বিরাটের ব্যাটের দিকে তাকিয়ে। এছাড়াও ভরসা জোগাতে সফল দেবদূত পাদিক্কাল। এবি ডি’ভিলিয়ার্স এই মরশুমে দারুণ ছন্দে রয়েছেন। বোলিং বিভাগে নবদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, ইসুরু উদানা বেঙ্গালুরুর হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন। যদিও চোটের কারণে এই ম্যাচে নাও খেলতে পারেন সাইনি।
দু’টি দলই ১১টি ম্যাচের মধ্যে ৭টিতে জিতেছে। প্রথম পর্বের লড়াইয়ে সুপার ওভারে মুম্বইকে হারিয়েছিল আরসিবি। বুধবার বিরাট বাহিনীকে হারিয়ে বদলা নেওয়ার সুযোগ রয়েছে পোলার্ডদের সামনে। ডি’ভিলিয়ার্সদের চ্যালেঞ্জ ছুঁড়তে তৈরি যশপ্রীত বুমরাহরা। উল্লেখ্য, চোটের কারণে রোহিত শর্মা এই ম্যাচেও খেলতে পারবেন না। তাঁর অনুপস্থিতিতে ওপেনার কুইন্টন ডি’ককের উপর বাড়তি ভরসা করছে দল। বিধ্বংসী মেজাজে রয়েছেন সূর্যকুমার যাদবও। বোলিংয়ে যশপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট বেঙ্গালুরুর ব্যাটসম্যানদের বিপাকে ফেলতেই পারেন।