প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্কট কাটেনি। তিনি আপাতত রয়েছেন ভেন্টিলেশনে। তবে নতুন করে তাঁর পরিস্থিতির অবনতি হয়নি। রক্তে অণুচক্রিকার পরিমাণ একই রয়েছে। মঙ্গলবার তাঁর আবার শারীরিক পরীক্ষা হয়। দেখা যায়, সৌমিত্রর কিডনির সমস্যাও একই রকম রয়েছে। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্রর শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা স্থিতিশীল হলেও সঙ্কট একেবারেই কাটেনি। সর্বক্ষণ পরিস্থিতির উপরে নজর রাখছে তাঁর জন্য নিযুক্ত মেডিক্যাল টিম। অশীতিপর সৌমিত্র গত ২২ দিন ধরে মিন্টো পার্কের ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
বর্ষীয়ান শিল্পীর শারীরিক পরিস্থিতি নিয়ে কোনও আশার বাণী শোনাচ্ছেন না চিকিৎসকরা। এখনও ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন ৮৫ বছর বয়সী অভিনেতা। সৌমিত্রর চিকিত্সার দায়িত্বে থাকা মেডিক্যাল টিমের দায়িত্বে থাকা ডঃ অরিন্দম কর মঙ্গলবার গভীর রাতে জানান, ‘ওঁনার পরিস্থিতি এখনও বিপদমুক্ত নয়। তবে আমরা অন্তত প্যারামিটার গুলো স্টেবল করতে সফল হয়েছে। ওঁনার শারীরিক পরিস্থিতিতে কোনওরকম হেরফের হয়নি- উন্নতি বা অবনতি কোনওটাই নয়’।
সোমবার দুপুরে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে দেওয়া হয়েছে। কোভিড এনসেফ্যালোপ্যাথির সমস্যায় মস্তিষ্ক আগেই স্বাভাবিকভাবে কাজ করা বন্ধ করেছে, এবার দুটি কিডনিতেই সমস্যা দেখা গিয়েছে। যার জেরে মঙ্গলবার থেকে তাঁর রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি শুরু হয়েছে। দুটি কিডনি কাজ বন্ধ করলে এই থেরাপি দেওয়া হয়। হেমোডায়ালিসিস, হেমোফিল্টারেশন এবং হেমোডায়াফিল্টারেশনের মাধ্যমে এই থেরাপি চলে।
মঙ্গলবার দুপুরে জানানো হয়েছিল অভিনেতার গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তরক্ষণ বন্ধ হয়েছে এবং প্রস্রাবের পরিমাণ ‘সন্তোষজনক’ স্তরে বৃদ্ধি পেয়েছে। তাঁর অনুচক্রিকার পরিমাণও আপাতত স্থিতিশীল।