রাজ্যে ফের ৪৮ ঘণ্টার লকডাউন। এমনই ভুয়ো বার্তা ছড়িয়ে পড়েছে হোয়াটসঅ্যাপে। রাজ্যে লকডাউন নিয়ে ফেক নিউজের নেপথ্যে কারা রয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ।
দশমীর পর থেকেই লকডাউন সংক্রান্ত একটি ভুয়ো বার্তা ছড়িয়ে পড়ছিল। তাতে লেখা ছিল, বৃহস্পতিবার থেকে ৪৮ ঘণ্টার জন্য লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সবই। বন্ধ থাকবে ট্রেন, বিমান তেমনই খুলবে না দোকান-বাজার। কনটেইনমেন্ট জোনগুলোতে বাড়তি নজরদারি চলবে।
নবান্ন সূত্রে খবর, রাজ্যে নতুন করে লকডাউন করার কোনও ভাবনা নেই। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলাতে ইউরোপে নতুন করে লকডাউনের প্রয়োজনীয়তা অনুভব করছে কয়েকটি দেশ। এই প্রেক্ষিতে বাংলায়ও সংক্রমণ রুখতে লকডাউন হবে বলে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। আদতে এমন কোনও সিদ্ধান্ত হয়নি। মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করতেই ভুয়ো মেসেজ ছড়ানো হচ্ছে বলে নিশ্চিত পুলিশ।