এবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের এক মাদ্রাসা ও তার সংলগ্ন এলাকা। পেশোয়ারের দীর কলোনির ওই মাদ্রাসায় হওয়া জোরালো বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৭ জনের। জখম হয়েছেন অন্তত ৭০ জন। মাদ্রাসায় বিস্ফোরণের সময় সেখানে শিশু-সহ একাধিক ছাত্রই অধ্যয়ন করছিল বলে জানা গিয়েছে।
মঙ্গলবার পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘মাদ্রায় বিস্ফোরণটি হয়েছে। একটি প্লাস্টিক ব্যাগে সেখানে বিস্ফোরক রেখে গিয়েছিল অজ্ঞাতপরিচয় লোকেরা।’ মৃতদের মধ্যে শিশুরাও রয়েছেন বলে জানিয়েছেন ওই পুলিশকর্মী।
স্থানীয় লেডি রিডিং হসপিটালের মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। গভীর আঘাত লেগেছে ৭০ জনের। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের অধিকর্তা তারিক বুরকি জানিয়েছেন, মৃত ৭ জনের মধ্যে চারজন শিশু। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগে কিছু বিস্ফোরক ছিল বলে খবর। আর সেই বিস্ফোরক থেকেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। পাকিস্তানি সংবাদপত্র ‘ডন’-এর দাবি, ব্যাগে ৫ কেজি বিস্ফোরক ছিল। সূত্রের দাবি, মাদ্রাসাতে যখন কোরান পাঠ চলছিল তখনই এই বিস্ফোরণ ঘটে। উল্লেখ্য, পাকিস্তানে এর আগে বালুচিস্তানে পর পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তার পরই এমন বিস্ফোরণ পেশোয়ারে।