বিজয়া দশমীতে দলীয় কর্মীদের উদ্দেশে খোলা চিঠি লিখে বাংলা দখলে লড়াইয়ের আহ্বান জানিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। লিখেছিলেন, “লক্ষ্য এবার একুশের বিধানসভা, আমাদের সকলকে একজোট হয়ে লড়াই করে জয় ছিনিয়ে আনতেই হবে।” এবার এর পাল্টা দিলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম।
এই চিঠি প্রকাশিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই পালটা জবাব দিলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিম বিজেপিকে আজকের রাজনীতিতে ‘করোনা’ বলে উল্লেখ করে তাঁর শ্লেষ, ‘করোনা’ বধের মতোই বাংলা থেকে বিজেপিকে তাড়াবেন মা দুর্গা।
বিসর্জন সরকারি বিধি মেনে তা ঠিকমতো হচ্ছে কি না, দেখতে সোমবার বাবুঘাটে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। সেখানেও লাগল রাজনীতির হাওয়া। বাবুঘাট থেকে আবারও বিজেপিকে এক হাত নিলেন ফিরহাদ হাকিম। তাঁর কথায়, ”রাজনীতিতে সত্যিকারের ‘করোনা’ হল বিজেপি। এ যত তাড়াতাড়ি শেষ হয়, তত বাংলার মঙ্গল। মা দুর্গার কাছে অসুর যেমন থাকে, মা দুর্গা অশুভ শক্তিকে যেমন বধ করে, ঠিক সেইভাবে একদিন করোনা বধ হবে।” পাশাপাশি তিনি জানিয়েছেন, আজকের দশমীর দিন দেবী দুর্গার কাছে তাঁর প্রার্থন, করোনা বধের মতোই বাংলা থেকে বিজেপিকে তাড়ান।