কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধিতায় এবার রাবণের মাথার বদলে মোদীর মুখের ছবি দিয়ে দশেরা পালন করল পাঞ্জাবের কৃষকরা। কংগ্রেস-সহ বিরোধী নেতাদের বক্তব্য, এ হেন রাবণ দহন চাষিদের ক্ষোভের প্রকাশ। মোদী সরকারের উচিত তা বুঝে চাষিদের সঙ্গে কথা বলা।
https://www.facebook.com/367086137132224/videos/3616499351722910
কেমন হয়েছিল এই কুশপুতুল? পাঞ্জাবের বিভিন্ন শহরে-গ্রামে দেখা গেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুটের রাবণ। কিন্তু রাবণের মাথার বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের ছবি। পাশে রাবণের অন্যান্য মাথার জায়গায় কোথাও অমিত শাহ, কোথাও ‘প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ’ বলে পরিচিত শিল্পপতিদের ছবি। কৃষি আইন এনে মোদী সরকার শিল্পপতিদের ফায়দা পাইয়ে দিতে চাইছে বলে অভিযোগ তুলে এমন দশেরা পালন করা হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী এ ভাবে দশেরায় মোদীর কুশপুতুল দহনের দিকে ইঙ্গিত করে বলেন, ‘পাঞ্জাব জুড়ে এই ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর প্রতি পাঞ্জাবে যে এই রকম রাগ তৈরি হয়েছে, তা খুবই দুঃখজনক। এটি খুবই বিপজ্জনক প্রবণতা, দেশের জন্যও খারাপ।’
পাঞ্জাব-হরিয়ানার বিভিন্ন এলাকায় ভারতীয় কিসান ইউনিয়ন ও অন্যান্য কৃষক সংগঠন প্রধানমন্ত্রীর ছবি-সহ রাবণের কুশপুতুল দাহ করেছে। কৃষক সংগঠনের নেতাদের যুক্তি, এই প্রতিবাদে গ্রাম থেকে শহর, নারী-পুরুষ নির্বিশেষে মানুষ অংশ নিয়েছে। গোটা পাঞ্জাবের মানুষ মোদী সরকারের তিন কৃষি আইনের বিরুদ্ধে চাষিদের পাশে দাঁড়িয়েছে। এর পরে ২৭ অক্টোবর জাতীয় স্তরে কৃষক সংগঠনগুলির পরবর্তী কর্মসূচি ঠিক হবে। ৫ নভেম্বর পাঞ্জাবে বন্ধ পালন হবে।