পিঁয়াজের মালা নিয়ে মিছিল করলেন রাষ্ট্রীয় জনতা দলের শীর্ষ নেতা তেজস্বী যাদব। সবজির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন তিনি। তাঁর কথায়, “মুদ্রাস্ফীতি, দুর্নীতি আর বেকারত্বের জন্য সাধারণ মানুষ কষ্টে পড়েছেন। কাজকর্ম, ব্যবসা, সবই বন্ধ হয়ে রয়েছে। কৃষক, শ্রমিক, যুবক ও ব্যবসায়ীরা দু’বেলার খাবার জোটাতেই হিমশিম খাচ্ছেন।”
তেজস্বী বলেন, “আমরা বিহারের উন্নয়ন চাই। আমরা চাই বিহারে চাকরিতে নিয়োগের হার জাতীয় গড়ের থেকে বেশি হোক। নীতীশ কুমার আর বিহারের প্রশাসনের দায়িত্ব নিতে পারছেন না। তিনি ক্লান্ত হয়ে পড়েছেন।”
তেজস্বীর দাবি, বিজেপির জন্য ছোট ব্যবসায়ীরা শেষ হয়ে গিয়েছেন। কিন্তু বিজেপি নেতারা গলায় পিঁয়াজের মালা পরে ঘুরছেন। তেজস্বী এদিন নিজে টুইট করে পিঁয়াজের মালা নিয়ে মিছিলের ছবি প্রকাশ করেন। এর আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে বিহারের ১০ লক্ষ তরুণ-তরুণীকে চাকরি দেবেন। এদিন তিনি ফের বলেন, বিহারে এখন সবচেয়ে বড় ইস্যু হল বেকারত্ব। এই ইস্যুতেই আমরা বিজেপির বিরুদ্ধে লড়ব।