দীর্ঘ দু-দশক কেটে গেছে। কিন্তু দুই প্রতিবেশী দেশের সেই ভয়ঙ্কর যুদ্ধের রেশ এখনও যেন কেটেও কাটেনি। ১৯৯৯ সালে ভারত-পাকিস্তানের সেই কার্গিল যুদ্ধ নিয়ে এবার বোমা ফাটালেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-এনের প্রধান নওয়াজ শরিফ। তিনি বললেন, এই যুদ্ধের পিছনে ছিলেন পারভেজ মুশারফ ও তাঁর সঙ্গীরা। তাঁরা পাক সেনাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছিলেন। খাদ্য, অস্ত্র ছাড়াই পাহাড়ের চূড়ায় উঠতে বাধ্য করা হয়েছিল দেশের সেনাবাহিনীকে।
লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকার বিরোধী জোটের সমাবেশে যোগ দিয়েছিলেন তিনি। সেই সমাবেশেই তাঁর দাবি, কার্গিল যুদ্ধে বিশ্বের সামনে ছোট হতে হয়েছিল পাকিস্তানকে। প্রাণ গিয়েছিল বহু পাক সৈনিকের। অথচ তার বিনিময়ে কিছুই পাওয়া যায়নি। তাঁর আরও দাবি, এই যুদ্ধের পিছনে ছিলেন পাকিস্তানের কয়েক জন জেনারেল, গোটা সেনাবাহিনী নয়।
নওয়াজ শরিফ বলেন, ‘‘যখন জানতে পেরেছিলাম আমাদের সাহসী যোদ্ধাদের খাবার ছাড়াই পাহাড়চূড়ায় উঠতে হয়েছিল, সেই মুহূর্তটা আমার জন্য যে কী যন্ত্রণাদায়ক ছিল! ওঁদের কাছে অস্ত্রও ছিল না। নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল ওঁরা। কিন্তু আমাদের দেশ তা থেকে কী পেল?’’ তিনি আরও বলেন, যে জেনারেলরা কার্গিল সঙ্ঘর্ষ শুরু করেছিলেন, পরে তাঁরাই ১৯৯৯ সালের ১২ অক্টোবর পাকিস্তানের সেনা অভ্যুত্থানের হোতা ছিলেন। আসলে সামরিক আইন জারি করে তাঁরা নিজেদের ক্রিয়াকলাপ আড়াল করতে চেয়েছিলেন। উদ্দেশ্য ছিল শাস্তির হাত থেকে বাঁচা।