হায়দ্রাবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খুব একটা সুবিধা করতে পারল না রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৪ রানে আটকে যায় স্টিভ স্মিথের দল। টুর্নামেন্টে প্রথমবার মাঠে নেমে বল হাতে কামাল করলেন জেসন হোল্ডার। ৪ ওভারে ৩৩ রান দিনে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন ক্যারিবিয়ান অলরাউন্ডারটি।
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ইনিংসের শুরুটা ভালোই করেছিল রাজস্থান। ওপেনিং পজিশনে ফিরে গত ম্যাচেই নজর কেড়েছিলেন রবিন উথাপ্পা। এদিনও প্রথম বল থেকেই চালিয়ে খেলেন তিনি। তবে বেন স্টোকসের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে ফিরতে হয় উথাপ্পাকে (১৯)। এরপর দ্বিতীয় উইকেটে স্টোকসের সঙ্গে ৫৬ রানের পার্টনারশিপ গড়েন সঞ্জু স্যামসন (৩৬)। তবে বেশ কয়েকবার জীবনদান পেলেও বড় ইনিংস খেলতে পারেননি স্টোকস (৩০)। গত ম্যাচের নায়ক জস বাটলারও (৯) চার নম্বরে নেমে দ্রুত আউট হন। পরপর তিন উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় রাজস্থান। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা চালান অধিনায়ক স্টিভ স্মিথ (১৯)। তবে তিনিও খুব বেশি সময় ক্রিজে টিকতে পারেননি। হোল্ডার এক ওভারে স্মিথ ও রিয়ান পরাগকে (২০) ফিরিয়ে রাজস্থানকে জোড়া ধাক্কা দেন