অক্টোবরের শুরুতেই হাজার দুয়েক ভারতীয় মৎস্যজীবীর ওপরে হামলা চালিয়েছিল শ্রীলঙ্কার নৌবাহিনী। ফের একই ঘটনা ঘটল। এবার ভারতীয় মৎস্যজীবীদের পাথর ছুঁড়ে মারা হলো। ছিঁড়ে দেয়া হলো তাঁদের জাল। জানা গিয়েছে, তামিলনাড়ু উপকূল থেকে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের একটি দলের ওপর হামলা চালিয়েছে শ্রীলঙ্কার নৌসেনা। এক মৎস্যজীবী গুরুতর জখম বলে খবর।
রামেশ্বরম থেকে মৎস্যজীবীদের ওই দল সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। জানা গিয়েছে, তাঁরা যখন কাটচাথিভু দ্বীপের কাছে মাছ ধরছিলেন, তখনই হানা দেয় শ্রীলঙ্কার নৌসেনা। ওই অঞ্চলকে শ্রীলঙ্কার জলসীমা বলে দাবি করে ভারতীয় মৎস্যজীবীদের অবিলম্বে ওই এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়। পাথর ছুড়ে মৎস্যজীবীদের উপর হামলা করা হয়েছে জানা গিয়েছে। তাঁদের অনেকগুলি জাল ছিড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ।
আক্রান্ত হয়ে তামিলনাড়ু উপকূলে ফিরে এসেছেন মৎস্যজীবীরা। একজন আঘাত গুরুতর। অনেকগুলি মাছ ধরার ট্রলার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গিয়েছে। তামিলনাড়ুর সরকারি সূত্র জানিয়েছে, কাটচাথিভু দ্বীপের সংলগ্ন এলাকা শ্রীলঙ্কা বরাবরই নিজেদের জলসীমা বলে দাবি করে। এর আগেও হাজার হাজার ভারতীয় মৎস্যজীবী আক্রান্ত হয়েছিলেন লঙ্কার নৌবাহিনীর হাতে।
অভিযোগ, নির্বিচারে গুলিও চালায় শ্রীলঙ্কার নৌসেনা। পাথর ছুঁড়ে হামলা চালানো হয় ভারতীয় মৎস্যজীবীদের উপর। উল্লেখ্য, চলতি মাসের গোড়াতেও দু’হাজার মৎস্যজীবী শ্রীলঙ্কার নৌসেনার হামলার মুখে পড়েছিলেন। শতাধিক ট্রলার ক্ষতিগ্রস্থ হয়েছিল সে সময়।