সোমবারই নাম না করে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ৯ সন্তানের পিতা লালুপ্রসাদ যাদবকে কটাক্ষ করেছিলেন নীতিশ কুমার। তিনি বলেছিলেন, যারা আট-ন’টা সন্তানের জন্ম দেয়, তাদের থেকে কী আশা করা যেতে পারে। এবার সেই কটাক্ষের পাল্টা দিয়ে লালুর সন্তান তথা আরজেডি-র শীর্ষ নেতা তেজস্বী যাদব বললেন, নীতিশ যদি তাঁকে অপমান করেন, তাঁকে তিনি আশীর্বাদ হিসাবে নেবেন। একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও ছ’টি ভাই-বোন আছে।
সোমবার ভোট প্রচারের শেষ দিনে নীতিশ কুমার বলেন, অনেকের আট-ন’টি সন্তান আছে। পুত্র সন্তান লাভ করার আশায় তারা অতগুলি সন্তানের জন্ম দিয়েছে। কন্যাসন্তানের প্রতি তাদের কোনও আস্থা নেই। অনেকগুলি কন্যার পরে তাদের একটি পুত্র জন্মেছে। আপনারা বুঝতেই পারছেন, কী ধরনের বিহার তারা গড়তে চায়। এর জবাবে তেজস্বী বলেন, মুখ্যমন্ত্রী মেয়েদের, বিশেষত মায়েদের ভাবাবেগে আঘাত দিয়েছেন।
উল্লেখ্য, লালু পুত্র ভোটের প্রচারে বার বার বলেছেন, ৬৯ বছর বয়সী নীতিশ কুমার মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন। এরপরে মোদীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমার পরিবার সম্পর্কে বলতে গিয়ে নীতিশ প্রধানমন্ত্রীকেও টার্গেট করে বসেছেন। কারণ তাঁরও অনেকগুলি ভাইবোন আছে।’ তেজস্বীর অভিযোগ, মুখ্যমন্ত্রী কোনও গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলেন না। মুদ্রাস্ফীতি, দুর্নীতি ও বেকারত্ব নিয়ে কখনও তাঁকে কিছু বলতে শোনা যায় না। আসলে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। যা খুশি তাই বলছেন।